বাসস
  ১৩ মে ২০২৫, ১২:১০

ইসরাইলি-মার্কিন জিম্মি মুক্তি পেলেও যুদ্ধবিরতি নয় : ইসরাইল

ঢাকা,১৩ মে, ২০২৫ (বাসস) : গাজায় হামাসের হাতে ১৯ মাস বন্দি থাকার পর ইসরাইলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডার তার পরিবারের কাছে ফিরেছেন। তবে এডানকে মুক্তি দেয়া হলেও যুদ্ধবিরতি নয় বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার এএফপি’র প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর যখন হামাস এডানকে ধরে নিয়ে যায় তখন ২১ বছর বয়সী এডান গাজার সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

গতকাল সোমবার ইসরাইল গাজায় তাদের সামরিক অভিযান কয়েক ঘণ্টার জন্য স্থগিত রাখে যাতে এডান ইসরাইলে সহজে ফিরতে পারেন। এরপর আবার ইসরাইলের হামলা শুরু হয়।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি’কে জানিয়েছেন, ‘মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই মুক্তি দেয়া হয়েছে।’

আলেকজান্ডারকে হামাসের হাতে বন্দি থাকা শেষ মার্কিন নাগরিক হিসেবে মনে করা হচ্ছে তিনি এখনও জীবিত।

ট্রাম্প আলেকজান্ডারের মুক্তির জন্য তার পরিবারকে ‘অভিনন্দন’ জানিয়েছেন।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে, এডান আলেকজান্ডার ইসরাইলি সামরিক ঘাঁটিতে তার বাবা-মা এবং ভাইবোনদের জড়িয়ে ধরে হাসছেন।

এক বিবৃতিতে, তার পরিবার মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ইসরাইলি সরকার এবং আলোচকদের অবশিষ্ট ৫৮ জন জিম্মিকে মুক্ত করার জন্য কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, নেতানিয়াহু বলেছেন, গাজায় ইসরাইলের সামরিক চাপ এবং ট্রাম্পের রাজনৈতিক চাপের কারণে আলেকজান্ডারের মুক্তি সম্ভব হয়েছে।

নেতানিয়াহু বলেছেন কোনো যুদ্ধবিরতি হবে না এবং গাজায় সামরিক অভিযান তীব্রতর করার পরিকল্পনা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ‘ইসরাইল কোনো ধরনের যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।’