শিরোনাম
ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : ল্যাটিন আমেরিকান ও ক্যারিবীয় দেশগুলোকে ৯.২ বিলিয়ন ডলার ঋণ প্রদান করবে চীন।
মঙ্গলবার আঞ্চলিক নেতাদের সাথে এক শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনের নেতা সি চিন পিং এ কথা বলেন। বেইজিং থেকে এএফপি এ তথ্য জানায়।
বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-সিইএলএসি (ল্যাটিন আমেরিকান অ্যান্ড ক্যারিবীয়ান স্টেটস) ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘ল্যাটিন আমেরিকান ও ক্যারিবীয় দেশগুলোর উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে, চীন ৬৬ বিলিয়ন আরএমবি (৯.২ বিলিয়ন ডলার) ঋণ প্রদান করবে।’