শিরোনাম
ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার রক্ষণশীল বিরোধী দল মঙ্গলবার তাদের প্রথম নারী নেতা হিসেবে সুসান লে-কে বেছে নিয়েছে। ট্রাম্প-সমর্থিত কট্টর নীতির কারণে নির্বাচনে অপমানজনক পরাজয়ের পর তারা নতুন নেতা হিসেবে তাকে নির্বাচিত করেছে।
সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
৬৩ বছর বয়সী সুসান লে রক্ষণশীল লিবারেল পার্টির নেতা হিসেবে সাবেক পুলিশ কর্মকর্তা পিটার ডাটনের স্থলাভিষিক্ত হয়েছেন। পিটার ডাটন গত ৩ মে জাতীয় নির্বাচনে বামপন্থী লেবার পার্টির কাছে পরাজিত হয়েছিল।
অস্ট্রেলিয়ার শহরগুলোতে ভোট পেতে ডাটনের ব্যর্থতা এবং নারীদের কাছে অজনপ্রিয়তার কারণে নির্বাচনের পরাজয়ের প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে।
গত ৩ মে জাতীয় নির্বাচনে ভরাডুবির পর লে বলেছিলেন, আমাদের পরিবর্তন আনতে হবে, লিবারেল পার্টিকে আধুনিক অস্ট্রেলিয়াকে সম্মান করতে হবে।’
তিনি ৮০ বছরের ইতিহাসে জাতীয় পর্যায়ে লিবারেল পার্টির নেতৃত্বদানকারী প্রথম মহিলা।