শিরোনাম
ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন।
মেরিল্যন্ডের জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ থেকে এএফপি জানায়, ‘ঐতিহাসিক’ এই মধ্যপ্রাচ্য সফরের এই পর্বে গাজা ও ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালানোর পাশাপাশি বড় অঙ্কের বাণিজ্য চুক্তিরও পরিকল্পনা রয়েছে তার।
ট্রাম্প ওয়াশিংটনের নিকটবর্তী জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে করে রওনা হন। সফরে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন বলে জানানো হয়েছে। এছাড়া তুরস্কে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
এই সফরের সময়সূচি, সম্ভাব্য দ্বিপক্ষীয় চুক্তি ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট দেশের নেতাদের বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।