শিরোনাম
ঢাকা, ১২ মে, ২০২৫ ( বাসস) : ইউক্রেনের সঙ্গে সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে ইউরোপীয় নেতাদের রাশিয়াকে দেওয়া ‘আল্টিমেটাম’ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।
সোমবার ক্রেমলিন জানিয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে ইউরোপীয় নেতাদের দেওয়া ‘আল্টিমেটাম’ মানবে না।
ক্রেমলিন থেকে এএফপি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে ভøাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত বৈঠকের যে আহ্বান জানিয়েছেন, সে ব্যাপারেও সাড়া দেয়নি ক্রেমলিন।
কিয়েভ ও এর ইউরোপীয় মিত্ররা আজ সোমবার থেকে ৩০ দিনের সর্বত্র ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু পুতিন ১৫ মে ইস্তাম্বুলে সরাসরি রাশিয়া-ইউক্রেন আলোচনার প্রস্তাব দিয়েছেন।
ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপীয় দেশগুলো সতর্ক করে দিয়েছে, আলোচনার জন্য যুদ্ধবিরতি থাকা দরকার। কিন্তু মস্কো কার্যকরভাবে এই আহ্বান উপেক্ষা করছে এবং ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেন, আল্টিমেটামের ভাষা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য, এটি উপযুক্ত নয়। আপনি রাশিয়ার সঙ্গে এমন ভাষায় কথা বলতে পারেন না।
তিনি বলেন, আমরা দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের উপায় অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করছি। রাশিয়া কাকে ইস্তাম্বুলে পাঠাবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পেসকভ।