বাসস
  ১২ মে ২০২৫, ২২:০১

মার্কিন-ইসরাইলি নাগরিক এদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়র দাবি হামাসের

ঢাকা, ১২ মে, ২০২৫ (এএফপি) : হামাস সোমবার জানিয়েছে, তাদের সশস্ত্র শাখা ইজ্জেদ্দিন আল-কাসসাম ব্রিগেড যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বৈত নাগরিক এদান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। 

গোষ্ঠীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে গাজা সিটি থেকে এএফপি জানায়, তাকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

হামাসের বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন প্রশাসনের সঙ্গে সংযোগ ও মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে আল-কাসসাম ব্রিগেড জায়নিস্ট সেনা ও মার্কিন নাগরিক এদান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে।’