শিরোনাম
ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার সেনাবাহিনী বাতিল গোলাবারুদ ধ্বংস করার সময় সংঘটিত এক বিস্ফোরণে সোমবার অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইন্দোনেশিয়ার বানদুং থেকে এএফপি জানায়, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পশ্চিম জাভা প্রদেশের গারুত জেলায়, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে।
সেনাবাহিনীর মুখপাত্র ওয়াহ্যু ইউধায়ানা জানান, ‘বিস্ফোরক গর্তে ফেলার সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। এতে ১৩ জন নিহত হন।’
এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এর আগে দুটি ব্যাচের গোলাবারুদ সফলভাবে ধ্বংস করা হয়, তবে তৃতীয় দফায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে চারজন সেনাসদস্য ছিলেন বলেও জানান তিনি। তবে বিস্ফোরণের সময় সেখানে বেসামরিক লোকজন কেন উপস্থিত ছিলেন, তা স্পষ্ট নয়।
সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলটি তারা এর আগেও একাধিকবার গোলাবারুদ ধ্বংসের কাজে ব্যবহার করেছে।
মুখপাত্র ইউধায়ানা বলেন, ‘আমরা এই ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত করব।’
উল্লেখ্য, গত বছরও জাকার্তার উপকণ্ঠে একটি সামরিক গোলাবারুদ গুদামে একাধিক বিস্ফোরণ ঘটে। সেসময় আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।