শিরোনাম
ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র ও চীন ৯০ দিনের জন্য পারস্পরিক বাণিজ্য শুল্ক বিপুল হারে কমানোর ঘোষণা দিয়েছে। এতে বাণিজ্য যুদ্ধের তীব্রতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপ বিশ্ববাজারে উত্তেজনা ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি করে।
সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সপ্তাহজুড়ে আলোচনায় সেই শুল্ক অনেকাংশে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
আলোচনার পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সাংবাদিকদের বলেন, উভয় পক্ষই ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক ১১৫ শতাংশ সাময়িকভাবে প্রত্যাহার করতে সম্মত হয়েছে।
যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ তিন অঙ্কের শুল্ক দুই অঙ্কে নামিয়ে আনতে এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনের পণ্যে আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নিয়ে আসবে এবং চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের ভাইস প্রিমিয়ার হি লাইফেং ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লি চেংগ্যাংয়ের সঙ্গে সপ্তাহজুড়ে আলোচনাকে ‘ফলপ্রসূ’ ও ‘প্রাণবন্ত’ বলে অভিহিত করেছেন।
বেসেন্ট সাংবাদিকদের বলেন, উভয় পক্ষই অত্যন্ত সম্মান দেখিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রে চীনা আমদানি পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন। বেইজিং মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে পাল্টা জবাব দেয়।
জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ‘যথেষ্ট অগ্রগতি’ অর্জন হয়েছে জানিয়ে তা স্বাগত জানিয়েছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ দুই দেশের স্বার্থ ও বৈশ্বিক স্বার্থ রক্ষা করবে।
তারা আশা করছে, ওয়াশিংটন একতরফা শুল্ক বৃদ্ধির ভুল চর্চা সংশোধন করতে চীনের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
এপ্রিল মাসে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক বৃদ্ধির ঘোষণার পর স্টক মার্কেট ও ডলারের দাম কমে যায়, যা এই ঘোষণার পর উর্ধ্বমুখী হতে শুরু করেছে।