শিরোনাম
ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সোমবার জানিয়েছে, ইসরাইল রাতভর বাস্তুচ্যুতদের আবাসস্থল একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং আহত হয়েছেন অনেকেই। নিহতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে বলে জানা গেছে।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, জাবালিয়া শহরের ফাতিমা বিনতে আসাদ স্কুলে ইসরাইলি বিমান হামলায় কয়েকজন মহিলা ও শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
তিনি বলেন, আহতদের স্থানান্তরিত করা হয়েছে।