বাসস
  ১২ মে ২০২৫, ১২:১৪

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) :  সামরিক আইনের ব্যর্থতার কারণে পদচ্যুত দেশটির অভিশংসিত সাবেক প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রেসিডেন্ট পদের প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আগামী ৩ জুন দক্ষিণ কোরিয়ার ভোটাররা একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। গত ডিসেম্বরে বেসামরিক শাসন স্থগিত করার দুর্ভাগ্যজনক প্রচেষ্টার ফলে সৃষ্ট কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার পর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার থেকে ২২ দিন ধরে, আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ছয়জন প্রেসিডেন্ট প্রার্থী সারা দেশে প্রচারণা চালাবেন। 

নির্বাচনী প্রচারণায় তাদের সাথে তাদের সর্মথক, ইউনিফর্ম পরিহিত প্রচার কর্মীরা কোরিওগ্রাফ করা নৃত্য পরিবেশন করবেন বলে আশা করা হচ্ছে। 

জরিপ অনুসারে, ৪৩ শতাংশ সমর্থন নিয়ে প্রধান বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং বড় ব্যবধানে এগিয়ে আছেন।

সোমবার ভোরে লি তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার সময় শত শত সমর্থক ‘লি জায়ে-মিয়ং, ‘প্রেসিডেন্ট!’ স্লোগান দিতে দিতে মধ্য সিউলে জড়ো হয়েছেন।

গত ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইউনের কাছে অল্পের জন্য হেরে যাওয়া‘বেদনাদায়ক পরাজয়ের পরে পুনর্গঠনে যারা লিকে সহায়তা করেছিলেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

তিনি উল্লাসিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আমি তাদের সমর্থনের প্রতিদান জয়ের মাধ্যমে দেবার প্রতিশ্রুতি দিচ্ছি। ‘যারা ‘বেদনাদায়ক পরাজয়ের পরে আমাকে সহায়তা করেছিলেন।’

কয়েকদিনের দলীয় অভ্যন্তরীণ বিশৃঙ্খলার পর, দেশটির রক্ষণশীল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) রোববার জানিয়েছে, সাবেক শ্রমমন্ত্রী কিম মুন-সু তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাম্প্রতিক তথ্য অনুসারে, কিম প্রায় ২৯ শতাংশ সমর্থন পাচ্ছেন, তিনি সিউলের একটি স্থানীয় বাজারে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

কিম আজ সোমবার সকালে সাংবাদিকদের বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, আমাকে জনগণের জন্য প্রেসিডেন্ট হতে হবে: জীবিকার জন্য প্রেসিডেন্ট এবং অর্থনীতির জন্য একজন প্রেসিডেন্ট হতে হবে।

তিনি বলেন, ‘আমাকে এমন একজন প্রেসিডেন্ট হতে হবে যিনি দক্ষিণ কোরিয়ার জনগণকে ভালোভাবে বসবাস নিশ্চিত করবেন।