বাসস
  ১১ মে ২০২৫, ১৮:৪৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় যোগ দিতে ওমান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ দফায় পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ওমান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে জানান, দুপুরের দিকে (স্থানীয় সময়) মাস্কাটে আলোচনা  শুরু হবে।

প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য একটি বিশেষজ্ঞ দল মাস্কাটে অবস্থান করছে বলে জানান মুখপাত্র।