শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৪ শিশু ও ২ নারীসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। রোববার গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, ‘রাতের আঁধারে ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের তিনটি তাঁবুতে হামলা চালায়। সেখানে গাজার অনেক গৃহহীন পরিবার আশ্রয় নিয়েছিল। নিহত চারজন শিশুর বয়সই দুই থেকে পাঁচ বছরের মধ্যে।’
তিনি আরো জানান, শহরটির আব্বাসা এলাকায় ভারী গোলাবর্ষণ করা হয়েছে। অন্যদিকে, গাজা সিটির পূর্বাঞ্চলে পাঁচটি বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। তবে এসব হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এএফপির ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্সে করে মরদেহ সরিয়ে নিচ্ছে উদ্ধারকারীরা। এছাড়া আহত এক শিশুকেও নিয়ে যেতে দেখা যায়।
হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী। উল্লেখ্য দুই মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ গাজায় ফের হামলা শুরু করে তেল আবিব। তারপর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২,৭০১ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাস ইসরাইলে হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৮১০ জনে।