শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে যুদ্ধবিরতিতে রাজি হয় পরমাণু শক্তির প্রতিবেশি দুই দেশ। ইসলামাবাদ থেকে এ খবর জানিয়েছে এএফপি।
হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ট্রাম্প টুইটে লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, ভারত ও পাকিস্তান অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা দেখানোর জন্য উভয় দেশকে অভিনন্দন।’
এদিকে, ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘ভূমি, আকাশ ও জলপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক কার্যক্রম বিকেল ৫টা (ভারতীয় সময়) থেকে বন্ধ থাকবে। তবে তিনি অভিযোগ করেন, পাকিস্তান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ভারতীয় বাহিনীও ‘উপযুক্ত জবাব দিচ্ছে’।
অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা শান্তি চায় এবং যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কিছু এলাকায় তা লঙ্ঘন করেছে ভারত। আমাদের সেনাবাহিনী সংযত ও দায়িত্বশীলভাবে তা মোকাবিলা করছে।
জম্মু কাশ্মীরের শ্রীনগরে দায়িত্বরত এএফপি কর্মীরা জানান, সেখানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনেছেন। অন্যদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘নিয়ন্ত্রণ রেখা বরাবর থেমে থেমে গুলিবিনিময় চলছে।’
যদিও তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া উভয় পক্ষের দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তার আগে কয়েকদিনের টানা বিমান হামলা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে অন্তত ৬০ জন প্রাণ হারান। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে চলে যান কয়েক হাজার মানুষ।