বাসস
  ১০ মে ২০২৫, ২২:৪৩

প্রথম সফরে অগাস্টিনীয় তীর্থস্থানে গেলেন পোপ চতুর্দশ লিও

পোপ চতুর্দশ লিও। ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : পোপ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সফরে গিয়ে লিও চতুর্দশ শনিবার রোমের বাইরে একটি অগাস্টিনীয় তীর্থস্থান পরিদর্শন করেছেন বলে এএফপিকে জানিয়েছেন ভ্যাটিকানের একটি সূত্র।

ভ্যাটিকান সিটি  থেকে এএফপি জানায়, মার্কিন নাগরিক পোপ চতুর্দশ লিও ওরফে রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট রোম থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত জেনাজ্জানো শহরের ‘মাদার অব গুড কাউন্সিল স্যাংচুয়ারি’ পরিদর্শন করেন।

ইতালির টেলিভিশন চ্যানেল টিভি২০০০-এ প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পোপ একটি কালো এসইউভি থেকে নামছেন এবং ওই গির্জায় প্রবেশ করছেন।