শিরোনাম
ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, তাকে ‘অত্যন্ত প্রশংসনীয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি আরও বলেছেন, উত্তেজনা নিরসনই সবার স্বার্থ।
লন্ডন থেকে এএফপি জানায়, ডেভিড ল্যামি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক বার্তায় লিখেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে আজকের যুদ্ধবিরতি ‘অত্যন্ত প্রশংসনীয়’। আমি উভয় পক্ষকে এই অবস্থা ধরে রাখার আহ্বান জানাই। উত্তেজনা প্রশমনই সবার স্বার্থ।’