শিরোনাম
ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : কয়েকদিনের প্রাণঘাতী সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জার্মানি। দেশটি একে উত্তেজনা বৃদ্ধির বৃত্ত থেকে বেরিয়ে আসার ‘প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে।
বার্লিন থেকে এএফপি জানায়, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় বলেছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতায় পৌঁছানো যুদ্ধবিরতি উত্তেজনার ঘূর্ণি থেকে বেরিয়ে আসার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংলাপই হলো মূল চাবিকাঠি।’