বাসস
  ১০ মে ২০২৫, ২১:৩৭

ইউরোপের ‘বিরোধিতাপূর্ণ’ মনোভাবের নিন্দা করল ক্রেমলিন

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্ভাব্য সংলাপের বিষয়ে প্রশ্নের জবাবে ক্রেমলিন ইউরোপের ‘বিরোধিতাপূর্ণ’ মনোভাবের কড়া সমালোচনা করেছে।

মস্কো থেকে এএফপি জানায়, ‘ক্রমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউরোপ থেকে পরস্পরবিরোধী বক্তব্য শুনছি। এসব সাধারণত সংলাপমুখী নয়, বরং সম্পর্ক পুনরুজ্জীবনের চেষ্টার বিপরীতে অবস্থান নেয়।’

তার এই মন্তব্য কিয়েভের মিত্রদের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো প্রশ্নের সরাসরি জবাব ছিল না।