বাসস
  ১০ মে ২০২৫, ২১:০৯

ইউক্রেনে যুদ্ধবিরতি প্রস্তাবে মিত্রদের ‘পূর্ণ ঐক্য’: স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সঙ্গে প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে কিয়েভের মিত্রদের মধ্যে ‘পূর্ণ ঐক্য’ বিরাজ করছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, ‘আমরা আজ যে অবস্থানে এসে পৌঁছেছি, তা হলো, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মধ্যে এই ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি নিয়ে পূর্ণ ঐক্য রয়েছে।’