বাসস
  ১০ মে ২০২৫, ২০:৫৩

ইউক্রেনে যুদ্ধবিরতি ভাঙলে রাশিয়ার বিরুদ্ধে ‘ব্যাপক’ নিষেধাজ্ঞা : মাখোঁ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। কোলাজ : বাসস

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ‘ব্যাপক’ নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

কিয়েভ থেকে এএফপি জানায়, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই যুদ্ধবিরতির লঙ্ঘন হলে আমরা সম্মিলিতভাবে ইউরোপীয় এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রস্তুত করব এবং তা প্রয়োগ করব।’

মাখোঁ আরও বলেন, ‘আমরা কেবল শান্তির পক্ষে নই, ন্যায়ের পক্ষে শান্তির পক্ষেও আছি। আর সেই শান্তিকে নিশ্চিত করতে হলে রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিক নিয়মনীতি মানতে হবে।’