বাসস
  ১০ মে ২০২৫, ১৮:৫৬

ডেনমার্কের রানি মার্গরেথে হাসপাতাল ছেড়েছেন

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস): ঠান্ডাজনিত পর্যবেক্ষণের জন্য ভর্তি হওয়ার দুই দিন পর শনিবার হাসপাতাল ছেড়েছেন ডেনমার্কের ৮৫ বছর বয়সী সাবেক রানি মার্গরেথে-দেশটির রাজপ্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কোপেনহেগেন থেকে এএফপি রাজপ্রাসাদের  বিবৃতির বরাত দিয়ে জানায়, 'মহামান্য রানি মার্গরেথে শনিবার সকালে রিগস হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন।

বিবৃতিতে বলা হয়, 'রানির শারীরিক অবস্থা ভালো এবং তিনি এখন ফ্রেডেনসবোর্গ প্রাসাদে তাঁর বাসভবনে ফিরে গেছেন।'

রানিকে 'সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে' হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত ১৬ এপ্রিল ৮৫ বছরে পা দেওয়া রানিকে সর্বশেষ ৪ মে, নাৎসি দখল থেকে ডেনমার্ক মুক্ত হওয়ার ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে জনসমক্ষে গিয়েছিল।

স্ক্যান্ডিনেভীয় দেশটির সিংহাসনে ৫২ বছর কাটিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে বড় ছেলে ফ্রেডেরিকের মাথায় রাজমুকুট তুলে দেন তিনি।

ডেনিশ রাজতন্ত্রে সূক্ষ্ম সংস্কার আনার জন্য ব্যাপক জনপ্রিয় এই রানিকে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

গত শরতেই একবার পড়ে গিয়ে কয়েকদিন হাসপাতালে কাটাতে হয় তাঁকে।

বরাবরই সিংহাসন না ছাড়ার প্রতিশ্রুতি দিয়ে এলেও ২০২৩ সালে পিঠে বড় ধরনের অস্ত্রোপচারের পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি।