বাসস
  ১০ মে ২০২৫, ১৩:১৪

‘ভুল হিসেব এড়াতে’ ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান রুবিওর

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানকে তাদের ক্রমবর্ধমান সামরিক সংঘাতে ‘ভুল হিসেব এড়াতে’ সরাসরি যোগাযোগ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার ভোরে একথা জানিয়েছে। 

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, পরমাণু শক্তিধর চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোনে রুবিও ‘জোর দিয়ে বলেছেন, ‘ভুল হিসেব এড়াতে’ উভয় পক্ষকেই উত্তেজনা কমানোর এবং সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের পদ্ধতিগুলো চিহ্নিত করতে হবে।’