বাসস
  ১০ মে ২০২৫, ১১:০২

আরো এক ইরানি ব্যক্তিকে আটক যুক্তরাজ্য পুলিশের

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্য পুলিশ 'সন্ত্রাসবাদ' বিরোধী তদন্তের অংশ হিসেবে শুক্রবার আরো এক ইরানি ব্যক্তিকে আটক করেছে।  

লন্ডন পুলিশ এ কথা জানিয়েছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ‘লন্ডন মেট্রোপলিটনের কাউন্টার টেরোরিজম কমান্ডের নেতৃত্বে পরিচালিত তদন্তের অংশ হিসেবে শনিবার সকালে উত্তর-পশ্চিম লন্ডনের একটি এলাকা থেকে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।’ 

মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, গত ৩ মে আরো তিন ইরানিকে গ্রেফতার করা হয়। তাদের এখন ১৭ মে পর্যন্ত আটক রাখা যেতে পারে। 

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গত ৩ মে ইংল্যান্ড জুড়ে ‘সন্ত্রাসবাদ’ বিরোধী অভিযানে যে পাঁচজন ইরানি ব্যক্তিকে গ্রেপ্তার করা  হয়েছে তার সঙ্গে এ গ্রেপ্তারগুলোর কোন সম্পর্ক নেই।

যুক্তরাজ্যের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে ইসরাইলি দূতাবাস লক্ষ্যবস্তু করার একটি কথিত ষড়যন্ত্রের পর এই গ্রেপ্তারগুলো করা হয়েছে। যদিও খুব কম তথ্য ছিল এই বিষয়ে এবং কর্তৃপক্ষ প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার তার সরকারের এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

আরাঘচি এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘ইরান স্পষ্টতই এই ধরনের কোনও কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। এবং নিশ্চিত করে বলেছে, যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমাদের কোনও অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়নি’।

তিনি জানান, ইরান যুক্তরাজ্যকে তদন্ত কাজে জড়িত করার আহ্বান জানিয়েছে যাতে তারা বিশ্বাসযোগ্য অভিযোগের যেকোনো তদন্তে সহায়তা করতে পারে।  

ইরান তাৎক্ষণিকভাবে এসব গ্রেপ্তারের ব্যাখ্যা এবং আটক ব্যক্তিদের দূতাবাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।