বাসস
  ০৯ মে ২০২৫, ১৮:৩১

ভারতের গোলাবর্ষণে ৪ জন বেসামরিক নাগরিক নিহত : পাকিস্তান পুলিশ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : পাকিস্তান পুলিশ শুক্রবার জানিয়েছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাতভর ভারতের গোলাবর্ষণে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কোটলি জেলা ভিত্তিক পুলিশ কর্মকর্তা আদিল খানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘ভারতীয় বাহিনী বেসামরিক এলাকায় গভীর রাত পর্যন্ত গোলাবর্ষণ করেছে। এতে দুই বছরের এক মেয়েসহ চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।’ 

মুজাফফরাবাদের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।