বাসস
  ০৯ মে ২০২৫, ১৫:১৩

নতুন পোপকে সফরের আমন্ত্রণ জানাবে অস্ট্রেলিয়া

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার বলেছেন, তিনি পোপ চতুর্দশ লিওকে ২০২৮ সালে সফরের আমন্ত্রণ জানাবেন। তিনি নতুন পোপের নির্বাচনকে ‘গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে অভিহিত করেছেন।   
সিডনি থেকে এএফপি এই খবর জানায়।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, পোপকে সিডনিতে আয়োজিত ২০২৮ সালের আন্তর্জাতিক ইউক্যারিস্টিক কংগ্রেসে আসতে আমন্ত্রণ জানানো হবে।

রোমান ক্যাথলিক ধর্মপ্রাণদের এই সমাবেশ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়।

আলবানিজ অভিনন্দন বার্তায় বলেছেন, ‘আজ বিশ্বজুড়ে ক্যাথলিক এবং অস্ট্রেলিয়ার ধর্মপ্রাণদের জন্য একটি স্মরণীয় দিন।’

তিনি বলেছেন, প্রথম উত্তর আমেরিকান পোপ হিসেবে তার নেতৃত্ব ‘একটি গুরুত্বপূর্ণ সময়ে’এসেছে।

তিনি বলেন, ‘পোপ লিওর পোপত্ব সমগ্র মানবতার জন্য শান্তি ও সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।’