শিরোনাম
ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস): পারমাণবিক হামলার পাল্টা জবাব দিতে ফের প্রস্তুতিমূলক সামরিক মহড়া অনুশীলন করেছে উত্তর কোরিয়া। মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে দেখানোর জন্যই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এই মহড়া চালিয়েছে পিয়ংইয়ং। সেসময় উপস্থিত ছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সিউলের সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ এই তথ্য জানিয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, উত্তর কোরিয়া কিছু স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যেগুলো রাশিয়ায় রপ্তানির জন্য তৈরি হতে পারে বলেও ধারণা তাদের।
সিউল থেকে এএফপি এ খবর জানায়।
তবে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কেসিএনএ’ জানায়, মহড়ায় বড় রকেট ও একটি ছোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। সংস্থাটি আরো জানায়, মহড়ার মাধ্যমে প্রমাণ হয়েছে, উত্তর কোরিয়া যেকোনো সময় পারমাণবিক হামলার জবাব দিতে প্রস্তুত।
এরআগে, সপ্তাহের শুরুতে একটি গোলাবারুদ তৈরির কারখানা পরিদর্শন করেন কিম জং উন। সেসময় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, গত কয়েকমাসে উল্লেখযোগ্য হারে গোলা তৈরি হচ্ছে দেশটিতে।
এ ছাড়াও উত্তর কোরিয়া সম্প্রতি বড় একটি যুদ্ধজাহাজ উন্মোচন করেছে, যেটি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে। যদিও দক্ষিণ কোরিয়ার অভিযোগ, জাহাজটি বানাতে রাশিয়া প্রযুক্তিগত বা আর্থিক সহায়তা দিয়েছে। বদলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। অবশ্য গত সপ্তাহেই প্রথমবারের মত রাশিয়ায় সেনা পাঠানোর কথা স্বীকার করে বিবৃতি দেয় পিয়ংইয়ং।
দু’দেশের মধ্যে প্রথম সড়ক সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে বলেও সম্প্রতি জানিয়েছে পিয়ংইয়ং ও মস্কো।
অন্যদিকে, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। যদিও উত্তর কোরিয়া এই মহড়াগুলোকেও হামলা প্রতিরোধের প্রস্তুতি বলে দাবি করে। তবে তারা নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ বলেই পরিচয় দেয়। এদিকে, উত্তর কোরিয়াকে ঠেকাতে ওই এলাকায় আরো বিমানবাহী জাহাজ ও পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।