বাসস
  ০৮ মে ২০২৫, ২২:৪৯

ভারত-পাকিস্তানকে ‘তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনের’ আহ্বান রুবিওর

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানকে ‘তাৎক্ষণিক উত্তেজনা প্রশমন’ এবং সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইসলামাবাদকে ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ প্রতি যে কোনো ধরনের সমর্থন বন্ধেরও তাগিদ দিয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, 'উভয় দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপকালে রুবিও উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।'