শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরও উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে সীমিত হামলা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
কিয়েভ থেকে এএফপি জানায়, দেশটির বিমান বাহিনী বলেছে, সকাল ৮ টা পর্যন্ত ইউক্রেনীয় আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলা রেকর্ড করা হয়নি। তবে রাতে সুমি অঞ্চলে গাইডেড আকাশ বোমা ব্যবহার করে কৌশলগত বিমান হামলা তীব্রতর করা হয়েছে।
শুক্রবার মস্কোতে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। দিনটির সঙ্গে সামঞ্জস্য রেখে পুতিন একতরফাভাবে তিন দিনের অস্থায়ী যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
ইউক্রেন এই প্রস্তাবে রাজি হয়নি এবং এটাকে ‘নাটক’ বলে প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, সুমি ও রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তের কাছে অবস্থিত বিলোপিলিয়া গ্রামের একটি আবাসিক এলাকায় হামলা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক মহিলাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
ইউক্রেনের ডিসইনফরমেশন কাউন্টারিং সেন্টারের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো দাবি করেছেন, রাশিয়া সুমি অঞ্চলে আক্রমণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
রাশিয়া দোনবাস ও উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে হামলা করেছে বলেও জানান আন্দ্রি কোভালেঙ্কো। তবে ইউক্রেনের জেনারেল স্টাফ এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।