বাসস
  ০৭ মে ২০২৫, ১৩:৪৫

যুক্তরাজ্য ভারত-পাকিস্তান সংঘর্ষে উত্তেজনা প্রশমনে সহায়তা দিতে প্রস্তুত

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্য জানিয়েছে তারা পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। দেশ দুটি দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় জড়ানোর পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস এমন মন্তব্য করেন।

লন্ডন থেকে এএফপি জানায়, রেনল্ডস বলেন, 'আমাদের বার্তা হলো—আমরা উভয় দেশের বন্ধু ও অংশীদার। আমরা উভয় পক্ষকে সহায়তা দিতে প্রস্তুত। উভয় দেশেরই আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ ও উত্তেজনা প্রশমনে গভীর স্বার্থ জড়িত। আর আমরা সেই লক্ষ্যে যা কিছু করা সম্ভব, তা করতে প্রস্তুত রয়েছি।'

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের আট কিলোমিটারের (পাঁচ মাইল) ভেতরে ভ্রমণ এবং বাস্তবিকভাবে কাশ্মীর সীমান্ত হিসেবে পরিচিত লাইন অব কন্ট্রোলের ১৬ কিলোমিটারের ভেতরে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যেকোনো ধরনের ভ্রমণ পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, 'আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ব্রিটিশ নাগরিকদের আমাদের ভ্রমণসংক্রান্ত পরামর্শ নিয়মিত অনুসরণ করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে।'