বাসস
  ০৭ মে ২০২৫, ১৩:৩৯

ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ১

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনে বুধবার একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, ভোরে সিডন শহরের ইমাম আলী মসজিদের কাছে একটি গাড়ি লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলার ফলে একজন নিহত হয়েছেন। 

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য জানা হয়নি। 

হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। 

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরাইল সংলগ্ন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।

ইসরাইল লেবানন থেকে এর সমস্ত বাহিনী প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু তারা পাঁচটি অবস্থানে সৈন্য রেখেছে যা তারা ‘কৌশলগত’ বলে মনে করে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, হিজবুল্লাহ লিটানির দক্ষিণ থেকে যোদ্ধাদের প্রত্যাহার করেছে এবং ওই এলাকার বেশিরভাগ সামরিক অবকাঠামো ভেঙে ফেলেছে।

লেবানন বলেছে, তারা তাদের প্রতিশ্রুতি মেনে চলছে এবং ইসরাইলকে আক্রমণ বন্ধ করতে এবং পাঁচটি সীমান্ত অবস্থান থেকে সরে যেতে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা আহ্বান জানিয়েছে।