শিরোনাম
ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তানে ভারতের সামরিক হামলা নিয়ে 'গভীর ' প্রকাশ করেছেন এবং উভয় দেশের প্রতি সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি জানায়, মঙ্গলবার ভারত কর্তৃপক্ষ পাকিস্তানি ভূখণ্ডে নয়টি স্থানে হামলা চালিয়েছে বলে দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ উদ্বেগ ও আহ্বানের কথা জানান।
দুজারিক বলেন, 'নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযানে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশের প্রতি সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বিশ্ব বহন করতে পারবে না।'