বাসস
  ০৭ মে ২০২৫, ১২:৪০

ভারত-পাকিস্তান সংঘাতে সংযম দেখানোর আহ্বান ফ্রান্সের

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ফ্রান্স।

প্যারিস থেকে এএফপি জানায়, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো বুধবার টিএফ১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'সন্ত্রাসবাদের অভিশাপ থেকে নিজেদের রক্ষা করতে ভারতের ইচ্ছা আমরা বুঝি। তবে একইসঙ্গে আমরা ভারত ও পাকিস্তান—উভয় দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি, যাতে পরিস্থিতি আরও না বাড়ে এবং অবশ্যই যেন বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত হয়।'