বাসস
  ০৭ মে ২০২৫, ১২:১০

রোমানিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন কাটালিন প্রেদইউ

ঢাকা,, ৭ মে, ২০২৫ (বাসস) : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ রোমানিয়ায় রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার উদারপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী কাটালিন প্রেদইউ দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন । প্রেসিডেন্ট দপ্তরের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

বুখারেস্ট থেকে এএফপি জানায়, রোমানিয়ার প্রো-ইইউ (ইউরোপীয় ইউনিয়নপন্থী) প্রধানমন্ত্রী মার্সেল চিওলাকুসোমবার পদত্যাগ করেন। এর একদিন পরই এই নিয়োগ দেওয়া হলো। তার পদত্যাগের পেছনে রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের পুনঃভোটের প্রথম পর্বে কট্টর-ডানপন্থী প্রার্থীর এগিয়ে যাওয়া।

রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বে ইউরোপীয় ইউনিয়নবিরোধী কট্টর-ডানপন্থী নেতা জর্জ সিমিওন শীর্ষস্থান অর্জন করেন। ক্ষমতাসীন জোটের প্রার্থী僅তম ব্যবধানে দ্বিতীয় স্থান হারান বুখারেস্টের মেয়রের কাছে।

১৮ মে অনুষ্ঠেয় দ্বিতীয় দফা ভোটের মাত্র দুই সপ্তাহ আগে চিওলাকুর পদত্যাগ এল। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত এই দেশটি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চিওলাকু জানান, তার সোশ্যাল ডেমোক্র্যাট (পিএসডি) দল ক্ষমতাসীন জোট থেকে সরে আসবে। তবে নির্বাচনের দ্বিতীয় দফা পর্যন্ত তারা暫ভাবে সরকারে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

৫৬ বছর বয়সী প্রেদইউ অতীতে আইনজীবী ছিলেন এবং ২০১২ সালে একবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক বিচারমন্ত্রীও ছিলেন এবং বর্তমানে উদারপন্থী দল পিএনএল-এর অন্তর্বর্তী সভাপতি।

সোমবার সাংবাদিকদের প্রেদইউ বলেন, 'সরকারে পিএনএল-এর মন্ত্রীরা শপথ নিয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করবেন।'

তিনি আরও বলেন, 'যতদিন পর্যন্ত এই দায়িত্ব বহাল থাকবে, পিএনএল তাদের কর্তব্য পালন করবে।'

কঠোর নজরদারির নির্বাচন পুনঃভোট

রবিবারের প্রথম দফার ভোটে জাতীয়তাবাদী এইউআর দলের নেতা সিমিওন পেয়েছেন প্রায় ৪১ শতাংশ ভোট, যা ইউরোপপন্থী স্বাধীন প্রার্থী ও বুখারেস্টের মেয়র নিকুসোর ড্যানের দ্বিগুণ।

এই দ্বিতীয় দফায় কট্টর-ডানপন্থীদের বিজয় ঘটলে দেশটির পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিষয়টিকে ব্রাসেলস ও ওয়াশিংটন থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রোমানিয়ার প্রেসিডেন্ট ইইউ ও ন্যাটোর শীর্ষ সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করেন এবং ইইউ ভোটে ভেটো প্রয়োগ করতে পারেন। তিনি প্রধানমন্ত্রীসহ অন্যান্য সরকারি পদেও নিয়োগ দিয়ে থাকেন।

'রোমানিয়াকে অগ্রাধিকার' দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছেন সিমিওন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্ত বলেও পরিচিত। নির্বাচনে 'ব্রাসেলসের অনির্বাচিত আমলাতন্ত্রের' হস্তক্ষেপের অভিযোগ এনেছেন তিনি।

গত ডিসেম্বরে রোমানিয়ার সাংবিধানিক আদালত এক চমকপ্রদ রায়ে প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করে দেয়, যখন কট্টর-ডানপন্থী রাজনীতিক কালিন জর্জেস্কু অপ্রত্যাশিতভাবে প্রথম দফায় জয়ী হন।

নির্বাচন বাতিলের পেছনে রুশ হস্তক্ষেপ ও জর্জেস্কুর পক্ষে ব্যাপক টিকটক প্রচারণার অভিযোগ ওঠে।

সিমিওন এ সিদ্ধান্তকে 'একটি রাষ্ট্রীয় অভ্যুত্থান' বলে আখ্যা দিয়েছেন। নির্বাচনের পুনরায় আয়োজনে জর্জেস্কুকে অংশ নিতে দেওয়া হয়নি, তবে দুটি বড় কট্টর-ডানপন্থী দল সিমিওনকে সমর্থন দিয়েছে।