শিরোনাম
ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) সোমবার বলেছে, গাজার অবরুদ্ধ বাসিন্দাদের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে হবে এবং এটি রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়।
জেনেভা থেকে এএফপি জানায়, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গত রাতেই সেনা অভিযানের সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে 'প্যালেস্টাইনের অধিকাংশ জনসংখ্যাকে' স্থানান্তর করা।
আইসিআরসির মুখপাত্র ক্রিস্টিয়ান কারডন এএফপির সাথে আলাপকালে বলেন, মানবিক সহায়তা রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। গাজায় বর্তমানে সাধারণ মানুষের প্রয়োজন অত্যন্ত তীব্র, এবং সহায়তা অবিলম্বে প্রবাহিত হতে হবে।'
'আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, ইসরায়েলের উপর এটি দায়িত্ব রয়েছে যে, তাদের নিয়ন্ত্রণাধীন জনগণের মৌলিক প্রয়োজন পূরণের জন্য সব উপায় ব্যবহার করতে হবে, 'তিনি আরও বলেন।
ইসরাইল হামাসের বিরুদ্ধে মানবিক সহায়তা সরবরাহের অপব্যবহার করার অভিযোগ তুলেছে, যা হামাস অস্বীকার করেছে। ইসরায়েল দাবি করেছে, তার অবরোধটি সেনাবাহিনীকে আইসরাইলি বন্দিদের মুক্তির জন্য চাপ প্রয়োগ করতে সাহায্য করবে।
কারডন বলেন, 'আইসিআরসি মানবিক সরবরাহ সরাসরি বা আমাদের অংশীদারদের সঙ্গে মিলে বিতরণ করে, তাই আমরা জানি কোথায় এই দ্রব্যগুলো যাচ্ছে।'
'আমাদের গাজায় সরবরাহের কার্যক্রম সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। আমরা নিরাপত্তার উদ্বেগ বুঝি, কিন্তু মানবিক সহায়তার বিশাল প্রয়োজনের কারণে আমরা জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষকে সাহায্যের বিতরণ প্রক্রিয়া দ্রুত করতে এবং গাজায় জীবন রক্ষাকারী সহায়তার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাগিদ দিচ্ছি।'