বাসস
  ০৬ মে ২০২৫, ১৫:১০

শুল্ক অনিশ্চয়তা সত্ত্বেও আয়ের পূর্বাভাস ধরে রেখেছে ভেস্টাস

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) :  ডেনমার্কভিত্তিক এয়ার টারবাইন নির্মাতা প্রতিষ্ঠান ভেস্টাস মঙ্গলবার জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের শুল্ক এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও, তারা প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো নিট মুনাফা করেছে এবং পুরো বছরের আয়ের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। কোপেনহেগেন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

 ডেনমার্কের এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে তাদের নেট মুনাফা হয়েছে ৫০ লাখ ইউরো (৫.৭ মিলিয়ন মার্কিন ডলার), যেখানে গত বছরের একই সময়ে তারা ৭৫ মিলিয়ন ইউরো ক্ষতির সম্মুখীন হয়েছিল।

একই সময়ে বিক্রয় ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ বিলিয়ন ইউরো, যা ডেলিভারি বৃদ্ধি এবং গড় দামের ঊর্ধ্বগতির ফলে সম্ভব হয়েছে।

বিশ্লেষকরা যেখানে ৪২ মিলিয়ন ইউরো ক্ষতি এবং ৩ বিলিয়ন ইউরো বিক্রয়ের পূর্বাভাস দিয়েছিলেন, ভেস্টাসের ফলাফল তা ছাড়িয়ে গেছে।

ভেস্টাসের প্রধান নির্বাহী হেনরিক অ্যান্ডারসন বলেন, ‘২০২৫ সালের প্রথম প্রান্তিকে ভেস্টাসের কার্যক্রম উন্নতির ধারা বজায় রেখেছে, যদিও নতুন ঘটনাগুলো ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং আঞ্চলিককরণকে আরও জটিল করেছে।’

ভেস্টাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক ‘ডেলিভারি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করছে’ তবুও তারা সারা বছরের জন্য ১৮ থেকে ২০ বিলিয়ন ইউরো রাজস্বের পূর্বাভাস বজায় রেখেছে।

ভেস্টাস তার ত্রৈমাসিক আয় প্রতিবেদনে আরও বলেছে, "যদিও চলমান ভূ-রাজনৈতিক এবং বাণিজ্য অস্থিরতা অনিশ্চয়তা তৈরি করবে বলে আশা করা হচ্ছে, আমাদের আমাদের রেকর্ড পরিমাণ অর্ডারের ফলে ২০২৫ সালে রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।”