বাসস
  ০৬ মে ২০২৫, ১৫:০৪

শ্রীলঙ্কা সরকার প্রথম স্থানীয় নির্বাচনে ভোট পরীক্ষার মুখোমুখি

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে গত বছর বিপুল জয়ের পর শ্রীলঙ্কার বামপন্থী সরকার মঙ্গলবার স্থানীয় নির্বাচনে প্রথম পরীক্ষার মুখোমুখি হয়েছে। দেশটি সম্প্রতি অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠেছে।

কলম্বো থেকে এএফপি জানায়, প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে ভোটারদের কাছে ৩৩৯টি স্থানীয় কাউন্সিল সংস্থাকে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারি তার ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জোটে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

দিশানায়েকে, সেপ্টেম্বরের  প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তিনি তার জনপ্রিয়তাকে পুঁজি করে দুই মাস পর অনুষ্ঠিত সংসদীয় ভোটেও জয় নিশ্চিত করেন।

ক্ষমতায় আসার পর থেকে, ৫৬ বছর বয়সী দিশানায়েকে তার পূর্বসূরির সম্মত একটি অজনপ্রিয় আইএমএফ বেলআউট ঋণের শর্তাবলী পুনর্বিবেচনার প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন এবং উচ্চ শুল্ক বজায় রেখেছেন।

দিশানায়েকে কলম্বোতে মে দিবসের সমাবেশে বলেন, ‘অর্থনীতি তলানিতে পৌঁছেছে। আমাদের সামনের বাস্তবতার প্রকৃতি বুঝতে হবে।’

 তিনি বলেন, প্রশাসনের সকল স্তরে ‘দুর্নীতি ও অবক্ষয়’ দূর করার লক্ষ্যে স্থানীয় কাউন্সিলগুলোয় তার দলের জয়লাভ অপরিহার্য। 

তিনি ট্রেড ইউনিয়নগুলো ‘ছোট ছোট বিষয়’ নিয়ে আন্দোলন না করার এবং বর্ধিত কল্যাণের প্রতিশ্রুতি পূরণের জন্য তার সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানান।

প্রায় ১ কোটি ৭১ লাখ মানুষ নির্বাচনটিতে ভোট দেবে। আগের দুটি জাতীয় নির্বাচনে ভোটদানকারীর সংখ্যাও একই রকম ছিল। মঙ্গলবারের ভোটে ৮ হাজার ২৮৭ জন কাউন্সিলর পদের বিপরীতে ৭৫ হাজার ৫৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কোনও উচ্চ-প্রোফাইল ব্যক্তিত্ব নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচনটির প্রচারণা ছিল নিষ্প্রভ। বুধবার দুপুরের মধ্যে ফলাফল আশা করা হচ্ছে।