বাসস
  ০৬ মে ২০২৫, ১৪:৪৯

কলম্বিয়ায় শীর্ষ মাদক চক্রের ২১৭ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, তারা দেশের বৃহত্তম মাদক চক্রের ২১৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে গত মাসে দুই ডজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

১৯৯০ সালে কোকেন ব্যবসার দিকে মনোনিবেশ করার আগে ডানপন্থী আধাসামরিক গোষ্ঠীগুলো বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে লড়াই চলছিল, তাদের মধ্য দিয়ে এই গোষ্ঠীর জন্ম হয়েছিল।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ২০২৩ সালের গোড়ার দিকে যে গোষ্ঠীর সাথে শান্তি আলোচনা স্থগিত করেছিলেন, কারণ তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ‘পরিকল্পিতভাবে হত্যা’ করার কৌশল তৈরির অভিযোগ করেছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর প্রধান ফ্রান্সিসকো কিউবিডস বলেন, ১৫ এপ্রিল থেকে নিরাপত্তা বাহিনী এই গোত্রের ২১৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরো বলেন, অভিযানে আরো ১৫ জন সন্দেহভাজন মাদক পাচারকারীকে গুলি করে হত্যা করা হয় এবং ৬ দশমিক ৮ টন মাদক, ১২৩টি আগ্নেয়াস্ত্র এবং ১৫ হাজার রাউন্ডেরও বেশি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, অবৈধ সোনার খনি, জালিয়াতি এবং অভিবাসী চোরাচালানের সাথে জড়িত দেশের বৃহত্তম মাদক গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় ৭ হাজার ৫শ’ বলে ধারণা করা হচ্ছে। 

বেনেদেত্তি গত মাসে স্বীকার করেছেন যে দেশের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে সংলাপে অংশগ্রহণের মাধ্যমে ‘সম্পূর্ণ শান্তি’ অর্জনের পেট্রোর কৌশল ফলপ্রসূ হয়নি।