বাসস
  ০৬ মে ২০২৫, ১৪:৪০

রাশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ড্রোন হামলায় যান চলাচল বিঘ্নিত

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : রাশিয়ার বেশ ক’টি বিমানবন্দরে মঙ্গলবার রাতের বেলায় ড্রোন হামলায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।

রাশিয়া কর্তৃপক্ষকে উদ্ধৃত করে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কোয় পরিকল্পিত সামরিক কুচকাওয়াজের ক’দিন বিভিন্ন বিমানবন্দরের ওপর এসব হামলায় মস্কোও অন্তর্ভুক্ত ছিল।

কর্তৃপক্ষ জানায়, রাজধানী মস্কোয় মোট ১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ৯ মে সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি কুচকাওয়াজ ও ভাষণে বেশ ক’জন বিশ্ব নেতার যোগ দেওয়ার কথা রয়েছে।

ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি’র উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর চারটি বিমানবন্দরে বিমান চলাচলের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নগরীর প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভলগোগ্রাদ ও নিজনি নভগোরোদসহ অন্যান্য নগরীর বিমানবন্দরগুলোরও চলাচল বিঘ্নিত হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘মস্কোর দক্ষিণে একটি প্রধান সড়কের ওপর ধ্বংসাবশেষ পড়েছে, তবে নগরীর কোথাও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ হতাহত হয়নি।’

রাশিয়ান মিডিয়া একটি সুপারমার্কেটের জানালার ফাটল ও একটি কালো আবাসিক ভবনের সম্মুখভাগের কয়েকটি ছবি সম্প্রচার করেছে।

ভোরোনেজ ও পেনজা’র গভর্নর জানান, তাদের স্ব স্ব অঞ্চলে যথাক্রমে ১৮টিও ১০টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।