বাসস
  ০৬ মে ২০২৫, ১০:২৯

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন মঙ্গলবার বড় প্রযুক্তি প্ল্যাটফর্মের বিপদ থেকে তাদের রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন।

সিডনি থেকে এএফপি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ক্রমবর্ধমানভাবে সহিংস এবং বিরক্তিকর বিষয়বস্তুতে ছেয়ে যাওয়ায়, অনলাইনে শিশুদের কীভাবে নিরাপদ রাখা যায় তা নিয়ে বিশ্বজুড়ে নিয়ন্ত্রকরা লড়াই করছেন।

প্রধানমন্ত্রী লুক্সন একটি খসড়া আইনের কথা প্রকাশ করেছেন। আইনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে এর ব্যবহারকারী কমপক্ষে ১৬ বছর বয়সী কিনা তা যাচাই করতে বাধ্য করবে, অন্যথায় ২০ লাখ নিউজিল্যান্ড ডলার (১.২ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা ভোগ করতে হবে।

প্রস্তাবিত নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার আদলে তৈরি করা হয়েছে, যে দেশটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের বিশ্বব্যাপী প্রচেষ্টার অগ্রভাগে রয়েছে।

প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে লুক্সন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলো আমাদের শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের নিরাপদ রাখতে তাদের ভূমিকা পালন করবে।’

আইনটি কখন সংসদে পেশ করা হবে তা স্পষ্ট নয়, তবে লুক্সন বলেছেন, তিনি এই ব্যাপারে পুরো সংসদের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনগুলো তৈরি করেছে লুক্সনের মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি। দলটি নিউজিল্যান্ডের ত্রিমুখী শাসক জোটের বৃহত্তম সদস্য। আইনটি পাস করার জন্য লুক্সনের আরো দুটি জোটের অংশীদারদের সমর্থন প্রয়োজন।

লুক্সন বলেন, ‘অভিভাবকরা ক্রমাগত আমাদের বলছেন, তারা তাদের সন্তানদের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে সত্যিই উদ্বিগ্ন।’ তারা বলছেন সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস পরিচালনা করতে তারা সত্যিই হিমশিম খাচ্ছেন।

অস্ট্রেলিয়া নভেম্বরে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ করার জন্য যুগান্তকারী আইন পাস করে। ওই আইন ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স এর মতো জনপ্রিয় সাইটগুলোর ওপর বিশ্বের সবচেয়ে কঠোর ব্যবস্থাগুলোর মধ্যে একটি।

পদক্ষেপটি বড় প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সংস্থাগুলো বিভিন্নভাবে এই আইনকে ‘তাড়াহুড়ো’ করে প্রণয়ন, ‘অস্পষ্ট’ ও ‘সমস্যাগ্রস্থ’ বলে বর্ণনা করেছে।