বাসস
  ০৬ মে ২০২৫, ১০:১২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌকা উল্টে ৩ জনের প্রাণহানি, নিখোঁজ ৭

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়া উপকূলে নৌকা উল্টে তিনজনের প্রাণহানি এবং দুই শিশুসহ সাতজন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

সোমবার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মুখপাত্র হান্টার স্নাবেল বলেন, সান দিয়েগোর উত্তরে ডেল মারের কাছে স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে একটি নৌকা সমস্যায় পড়ার খবর মার্কিন কোস্টগার্ডকে জানানো হয়।

এরপর ঘটনাস্থলে একটি জাহাজ এবং একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

স্নাবেল বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের সাথে  কথা বলে জানা গেছে নৌকায় আরো নয়জন লোক ছিলেন। তাদের মধ্যে দুজন শিশু ছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি এএফপিকে বলেন, পরে দুই প্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়েছে।

‘পাঙ্গা-ধাঁচের’ নৌকাটি কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছিল সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানা যায়নি। 

মুখপাত্র আরো বলেন, তবে, ‘কিছু ব্যক্তি ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। 

পাঙ্গা হলো উঁচু ধনুকের নৌকা যা সাধারণত মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। তবে মেক্সিকো থেকে সমুদ্র সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা লোকেরাও এটি ব্যবহার করে।