শিরোনাম
ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের জন্য ভোটদানকারী ১৩৩ জন ক্যাথলিক কার্ডিনালের সবাই এই সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া গোপন ভোটের আগে এখন রোমে অবস্থান করছেন। সোমবার ভ্যাটিকান একথা জানিয়েছে।
ভ্যাটিকান থেকে এএফপি এই খবর জানায়।
আগামী বুধবার বিকাল ৪টা ৩০ মিনিট থেকে তারা গোপনে সিস্টিন চ্যাপেলে জড়ো হবেন এবং তাদের মধ্যে একজন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া পর্যন্ত এবং বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকদের প্রধান না হওয়া পর্যন্ত ভোটদান চালিয়ে যাবেন।