বাসস
  ০৫ মে ২০২৫, ১৪:৩২

গাজা দখলের পরিকল্পনা অনুমোদন ইসরাইলি মন্ত্রিসভার

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও সেখানে বসবাসরতদের দক্ষিণে ঠেলে দেওয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

সোমবার এক সরকারি সূত্রের বরাতে জেরুজালেম থেকে এ তথ্য জানিয়েছে এএফপি।

সূত্র জানায়, 'পরিকল্পনায় গাজা দখল, ওই ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখা এবং স্থানীয় জনগণকে দক্ষিণে সরিয়ে নেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।'

রোববার রাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর কিছু সময় আগেই ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হাজার হাজার রিজার্ভ সেনা ডাকছে।

সরকারি সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজার জনগণকে স্বেচ্ছায় প্রতিবেশী দেশ জর্ডান বা মিশরে চলে যাওয়ার বিষয়টি এগিয়ে নিচ্ছেন।

নেতানিয়াহুসহ কয়েকজন মন্ত্রীর অংশগ্রহণে গঠিত নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতভাবে এই পরিকল্পনায় অনুমোদন দেয়। এর উদ্দেশ্য হামাসকে পরাজিত করা ও গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্ত করা।

পরিকল্পনায় হামাসের ওপর 'তীব্র আঘাতের' কথাও বলা হয়েছে, যদিও সেগুলোর ধরন নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির রোববার জানান, গাজায় যুদ্ধ সম্প্রসারণে 'হাজার হাজা' রিজার্ভ সেনা ডাকা হচ্ছে।

মার্চের ২ তারিখ থেকে গাজা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখার পর মন্ত্রিসভা এখন সেখানে সম্ভাব্য ‘মানবিক সহায়তা বিতরণ’ও অনুমোদন দিয়েছে। যদিও তারা দাবি করছে, গাজায় বর্তমানে ‘খাবারের যথেষ্ট মজুত’ রয়েছে।

সরকারি সূত্র বলছে, 'প্রয়োজনে, সহায়তার ওপর হামাসের নিয়ন্ত্রণ ঠেকানো এবং এর শাসনব্যবস্থা ধ্বংস করতেই এই বিতরণের অনুমতি দেওয়া হয়েছে।"

গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও অভিযান জোরদার করেছে ইসরাইল। আকাশ থেকে বোমাবর্ষণ ও স্থল অভিযানের মাত্রা বাড়ানো হয়েছে।

ইসরাইল বলছে, অবরোধ ও হামলার চাপের মাধ্যমে হামাসকে জিম্মিদের মুক্তি দিতে বাধ্য করাই তাদের লক্ষ্য।

২০২৩ সালের অক্টোবরের হামলায় গাজা থেকে অপহৃতদের মধ্যে এখনও ৫৮ জন জিম্মিকে আটকে রেখেছে গাজার যোদ্ধারা। হামাসের ওই হামলায় ইসরালি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ১,২১৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।

এর জবাবে চালানো ইসরাইলের সামরিক অভিযানে গাজায় অন্তত ৫২,৫৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক বলে জানিয়েছে হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।