শিরোনাম
ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি দর্শনীয় স্থানে ঝড়ো হাওয়ার কবলে পড়ে কিছু পর্যটক বহনকারী নৌকা ডুবে যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
এর আগে এ দুর্ঘটনায় নয় জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নৌকা ডুবিতে ৭০ জন আহত হয়েছেন।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, গতকাল রোববার বিকেলে গুইঝো প্রদেশের কিয়ানজি শহরের একটি নদীতে যাত্রীবাহী নৌকা উল্টে যায়, ফলে ৮৪ জন পানিতে ডুবে যায়।
এই দুর্ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত দশ জন মারা গেছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন ৭০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিসিটিভি আরো জানিয়েছে, সকালে নিখোঁজ হওয়া ব্যক্তিকে দুপুরের দিকে উদ্ধার কর্মীরা মৃত অবস্থায় উদ্ধার করেছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং আহতদের চিকিৎসায় ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার তৎপরতা তদারকি করার জন্য উপ-প্রধানমন্ত্রী ঝাং গুওকিংকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সিসিটিভি জানিয়েছে, নৌকাগুলোতে অতিরিক্ত যাত্রী ছিল না।
রোববারের ঘটনাটি মধ্য চীনে নৌকা ডুবিতে ১১ জন নিহত হওয়ার মাত্র দুই মাস পর ঘটল।
হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে একটি শিল্প জাহাজের ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় ১৯ জন যাত্রী পানিতে পড়ে যায়।