শিরোনাম
ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের নিয়ন্ত্রিত গাজায় অভিযান আরো জোরদার করতে হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরাইল। সোমবার টাইমস অব ইসরাইলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। ইসরায়েলি একজন কর্মকর্তা ‘টাইমস অব ইসরাইল’কে এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযান জোরদারের মূল লক্ষ্য হচ্ছে গাজাকে পুরোপুরি দখলে নেয়া।
‘টাইমস অব ইসরাইলের’ উদ্ধৃতি দিয়ে এএফপি আজ এই খবর জানায়।
এদিকে হিব্রু মিডিয়ার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পরবর্তী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরেই এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবছে ইসরাইল। এর আগে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের সঙ্গে আলোচনা প্রচেষ্টাও অব্যাহত থাকবে।
গতকাল রোববার ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির গাজায় হামলা সম্প্রসারণের জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে তলবের কথা জানান।
জামির বলেন, চলতি সপ্তাহে আমরা গাজায় অভিযান সম্প্রসারণ ও তীব্র করতে আমাদের হাজার হাজার রিজার্ভ সেনাকে খসড়া আদেশ পাঠাচ্ছি। আমরা আমাদের জিম্মি লোকদের মুক্তি ও হামাসকে পরাজিত করতে চাপ আরো বাড়াচ্ছি।
হামাসের সকল কাঠামো ধ্বংস করার হুঁশিয়ার বার্তাও দেন ইসরাইলি সেনা প্রধান। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
গাজার আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার। বার্তা সংস্থা এএফপি’র হিসাবে, বর্তমানে ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে গাজার ১৮৫ বর্গকিলোমিটারের বেশি এলাকা রয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ।
বিশ্লেষকরা ধারণা করছেন, গাজা দখলে নিতেই নতুন করে অভিযান সম্প্রসারণ ও তীব্র করছে ইসরাইল।
গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।