বাসস
  ০৪ মে ২০২৫, ২০:০১

রিয়াদে জিসিসি নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শেষের দিকে রিয়াদে সফরকালে উপসাগরীয় ছয়টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

রোববার সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ট্রাম্প রিয়াদে গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।