শিরোনাম
ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : সামরিক হাসপাতাল ছেড়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি পূর্ব নির্ধারিত সব পরিকল্পনা বাতিল করেন। তবে, তিনি ৯ মে পূর্ব নির্ধারিত মস্কো সফরের পরিকল্পনা বাতিল করেন নি। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সিনিসা মালির বরাত দিয়ে সার্বিয়ার বেলগ্রেড থেকে তাস এ খবর জানিয়েছে।
অর্থমন্ত্রী সিনিসা মালি সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘আরটিএস’-কে বলেন, ‘প্রেসিডেন্ট বিকেল ৫টার কিছু পর মিলিটারি মেডিক্যাল একাডেমি (ভিএমএ) থেকে ছাড়পত্র পান। আমি তার সঙ্গে কথা বলেছি—তিনি বলেছেন, তিনি এখন অনেকটা ভালো বোধ করছেন।’
তিনি আরও বলেছেন, ‘তিনি দেশের জনগণকে জানাতে বলেছেন যে তিনি এখন ভালো আছেন। তাকে কিছুদিন বিশ্রাম দিতে হবে। চিকিৎসকরা বিশ্রাম দিয়েছেন, তাই তিনি সব কর্মসূচি বাতিল করেছেন।’
সনিসা মালি আরও বলেন, প্রেসিডেন্ট ভুসিকের মস্কো সফর পরিকল্পনায় কোনো পরিবর্তন সম্পর্কে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তবে তিনি আশাবাদী যে প্রেসিডেন্ট তার প্রতিশ্রুতি পালন করবেন।
তিনি আরও বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে তিনি জনসম্মুখে বক্তব্য রাখবেন। আমি তাকে যেভাবে চিনি, তিনি কথা রাখেন। তিনি বলেছিলেন তিনি সেখানে (মস্কো) যাবেন, আমি ধরে নিচ্ছি তিনিও তাই করবেন।’
উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, “যদি তিনি মস্কো যান, তাহলে ব্রাজিল, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টরাও সেখানে থাকবেন। বলুন তো, এমন কোনো নেতা আছেন কি যিনি এত ঘনঘন বিশ্বনেতাদের সঙ্গে দেখা করেন? নেই। এটা তার ভাবমূর্তির কথা বলে, তবে শুধু তার একার নয়, এটি পুরো সার্বিয়ার, কারণ তিনি দেশকে প্রতিনিধিত্ব করেন।’ শেষে তিনি বলেন, কয়েক দিনের মধ্যে, তিনি তার দায়িত্বে ফিরে আসবেন, এবং আমরা কাজ চালিয়ে যাব,"।
সামরিক মেডিকেল একাডেমির হৃদরোগ বিশেষজ্ঞ ড্রাগান ডিনসিক বলেন, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল এবং সন্তোষজনক, তবে রাষ্ট্রপ্রধান আগামী বেশ কয়েক দিন তার কাজের দায়িত্ব পুনরায় পুরোপুরি শুরু করতে পারবেন না।
প্রেসিডেন্ট ভুসিক যুক্তরাষ্ট্র সফরের সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন, এরপর চিকিৎসা নিয়ে সার্বিয়ায় ফিরে আসেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, যদি কোনো বিপদ না ঘটে বা সার্বিয়ার প্রতি কোনো হুমকি না থাকে, তাহলে তিনি ৯ মে মস্কোতে বিজয় প্যারেডে অংশগ্রহণ করবেন।