বাসস
  ০৪ মে ২০২৫, ১৩:০৬

পোর্ট সুদান বিমানবন্দরে ড্রোন হামলা

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : রোববার লোহিত সাগরের উপকূলে সুদানের সেনা-সমর্থিত সরকারের কেন্দ্রস্থল পোর্ট সুদানের বিমানবন্দরে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ড্রোন হামলা চালিয়েছে। তবে হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেছেন, প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উপকূলীয় শহরে বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে। বিমানবন্দরের পাশাপাশি পোর্ট সুদান শহরের একটি পণ্য গুদাম এবং কিছু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালায়।