শিরোনাম
ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : রোমানিয়ায় পুনরায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোট গ্রহন শুরু হয়েছে। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন বাতিল হওয়ার পর আজকের নির্বাচনের প্রথম রাউন্ডে অপর একজন কট্টর-ডানপন্থী প্রার্থী জয়ী হবে বলে মনে করা হচ্ছে। বুখারেস্ট থেকে এএফপি এ তথ্য জানায়।
কট্টর-ডানপন্থী প্রার্থী ক্যালিন জর্জেস্কু জয়লাভের করার পর সাংবিধানিক আদালত পূর্ববর্তী নির্বাচনটি বাতিল করে দেয় এবং পুনর্নির্বাচনে জর্জেস্কুর অংশ গ্রহনের উপরেও নিষেধজ্ঞা আরোপ করে। তবে জর্জেস্কু নির্বাচনে অংশ নিতে না পারলেও তার সহকর্মী কট্টর-ডানপন্থী রাজনীতিবিদ জর্জ সিমিয়নকে এবারের নির্বাচনে ফেভারিট বলে মনে করা হচ্ছে।