শিরোনাম
ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত যোদ্ধারা সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন সৈন্যকে হত্যা করেছে। সামরিক সূত্র শনিবার
এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
কানো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দুটি সামরিক সূত্র জানিয়েছে, ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রভিন্স ((আইএসডব্লিউএপি) এর যোদ্ধারা শুক্রবার গভীর রাতে বুনি গারি শহরের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ১১ জন সৈন্যকে হত্যা করেছে।
তারা আরো জানিয়েছে, তীব্র বন্দুকযুদ্ধের পর তারা ঘাঁটিটি পুড়িয়ে দিয়েছে।
এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন,ভারী বন্দুক এবং আরপিজি (রকেট-চালিত গ্রেনেড) নিয়ে সজ্জিত কয়েকটি ট্রাকে করে সন্ত্রাসীরা ঘাঁটিতে আক্রমণ করে এবং ১১ জন সৈন্যকে হত্যা করার পর এটি পুড়িয়ে দেয়।
সামরিক কর্মকর্তা বলেন, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে, কারণ অনেক সৈন্য নিখোঁজ এবং তাদের অবস্থান এখনও অজানা।
সামরিক সূত্র আরো জানিয়েছে, হামলাকারীরা অস্ত্র ছিনিয়ে নেওয়ার আগে ঘাঁটিতে আগুন ধরিয়ে দেয়, বেশ কয়েকটি সামরিক যানবাহন এবং ভবন পুড়িয়ে দেয়।
ঘটনাটি সম্পর্কে গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় উভয় কর্মকর্তাই তাদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।
এএফপির এক প্রতিবেদকের দেখা হামলার পরবর্তী ভিডিওতে একটি সাঁজোয়া সামরিক যানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ এবং কিছু জ্বলন্ত সামরিক ট্রাক দেখা যায়।