বাসস
  ০৪ মে ২০২৫, ১১:৫৪

রোমানিয়ার প্রেসিডেন্ট পদে আজ পুনঃনির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ প্রার্থী

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আজ রোববার প্রথম দফায় ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে গত বছরের ভোট বাতিলের পর পুনরায় এ নির্বাচনের আয়োজন করা হয়েছে। 

জরিপ অনুযায়ী, গত নভেম্বরে বাতিল হওয়া প্রথম দফা ভোটে বিজয়ী ক্যালিন জর্জেস্কুর ঘনিষ্ঠ সমর্থক কট্টর ডানপন্থী নেতা জর্জ সিমিওন এগিয়ে রয়েছেন। আগামী ১৮ মে দ্বিতীয় দফায় অনুষ্ঠেয় এই নির্বাচনে সম্ভাব্য তিনজন প্রধান প্রার্থী জর্জ সিমিওনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোমানিয়ার বুখারেস্ট থেকে এএফপি এ সংবাদ জানায়।

জর্জেস্কুর কট্টর ডানপন্থী উত্তরসূরি:

দি এলায়েন্স ফর দি ইউনিয়ন অব রোমানিয়া (এইউআর) নামক কট্টর ডানপন্থী দলের প্রধান সিমিওন, গত বছরের নির্বাচনে অংশ নেওয়া একমাত্র শীর্ষ প্রার্থী। সেখানে তিনি প্রায় ১৪ শতাংশ ভোট পেয়ে চতুর্থ হন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত সিমিওনের জনপ্রিয়তা বেড়েছে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ক্যালিন জর্জেস্কু নির্বাচনে অংশ নিতে না পারায় তার ভোট দ্বিগুণ হতে পারে। যদিও জর্জেস্কু সরাসরি সিমিওনকে সমর্থন করেননি, তবে ৩৮ বছর বয়সী সিমিওন দাবি করেছেন যে তিনি তার সমর্থন পাচ্ছেন।

এদিকে সিমিওনের বিরুদ্ধে ‘গত বছরের ভোট বাতিলের জন্য দায়ী "জনসাধারণের চামড়া ছাড়ানোর" আহ্বান জানানোর পর সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। 

পুতিনকে "যুদ্ধাপরাধী" বলে অভিহিত করলেও এবং রোমানিয়া ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্বেও  ইইউ সমালোচক সিমিওন প্রতিবেশী ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর বিরোধিতা এবং ইউক্রেনীয় শরণার্থীদের জন্য সহায়তা বন্ধ করার পক্ষে মতামত দিয়েছেন।

বুখারেস্টের মেয়র ও প্রো-ইউরোপিয়ান প্রার্থী নিকুশোর দান ‘পরিবর্তন’ ও ‘সততা’ আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫৫ বছর বয়সী এই গণিতবিদ ২০২৪ সালে মেয়র হিসেবে পুনঃনির্বাচিত হন। তিনি বিগত চার দশক ধরে ক্ষমতায় থাকা ‘দুর্নীতিপরায়ণ’ ও ‘অহংকারী’ রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করেছেন। তিনি রোমানিয়ার নিরাপত্তার জন্য ন্যাটোকে ‘সর্বোত্তম ঢাল’ বলে আখ্যায়িত করেছেন এবং ইউক্রেনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও  তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে কখনো ‘জনপ্রিয়তা অর্জনের জন্য মিথ্যা প্রতিশ্রুতি’ দেবেন না।

ক্ষমতাসীন জোটের প্রার্থী: ক্ষমতাসীন প্রো-ইউরোপিয়ান জোটের সমর্থনপুষ্ট প্রার্থী ক্রিন আন্তোনেস্কু নিজেকে "স্থিতিশীলতার প্রার্থী" হিসেবে উপস্থাপন করছেন।

৬৫ বছর বয়সী এই ইতিহাস শিক্ষক ‘রোমানিয়া  ফাস্ট’ স্লোগানে নির্বাচন করছেন এবং দেশের পশ্চিমামুখী অবস্থান অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি ক্রীড়া মন্ত্রী, সিনেট সভাপতি ও ২০১২ সালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যদিও তিনি জনপ্রিয়তাকে সমালোচনা করেন, সম্প্রতি তিনি চীনের মত স্টেডিয়ামে মাদক বিক্রেতাদের গুলি করে হত্যা করার মন্তব্য করে বিতর্কে পড়েছেন। পরে তিনি মন্তব্যটির জন্য দুঃখ প্রকাশ করেন। তবে একটি টিভি বিতর্কে নারীদের নিয়ে করা মন্তব্যকেও অনেকে যৌন বৈষম্যমূলক হিসেবে সমালোচনা করেছেন।

মার্কিনপন্থী সাবেক প্রধানমন্ত্রী: ২০১৫ সালে একটি নাইটক্লাব অগ্নিকাণ্ডের পর দুর্নীতিবিরোধী বিক্ষোভে পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর পোন্টা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।

মার্কিনপন্থী এই প্রার্থী ‘রোমানিয়া ফার্স্ট’ স্লোগানে প্রচারণা চালাচ্ছেন, যা ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানের প্রতিধ্বনি। সম্প্রতি ৫২ বছর বয়সী এই পোন্টাকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে একসঙ্গে উপস্থিত হয়েছেন, যিনি পূর্ব ইউরোপ সফরে রয়েছেন।

অনেক বিশ্লেষক পোন্টাকে ‘বহুরুপী রাজনীতিক’ বলে আখ্যায়িত করেছেন। যদিও তিনি নিজেকে ‘খুব ইউরোপীয় পন্থী’ বলেন, তবে ইউক্রেনীয় শস্য রপ্তানি যদি রোমানিয়ার কৃষিকে ক্ষতিগ্রস্ত করে, তা হলে তিনি তা বন্ধ করার পক্ষে।

পোন্টা দাবি করেছেন, তিনি সত্য বলার জন্য বাইবেলে শপথ করতে রাজি। তিনি জর্জেস্কুকে নির্বাচনে অংশ নিতে না দেওয়াকে সমালোচনা করে বলেন, তদন্ত বন্ধ করে তাকে একজন ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনী প্রচারণার জন্য বিবেচনা করা যেতে পারে।