বাসস
  ০৪ মে ২০২৫, ০৯:১৫

ট্রাম্পের জন্মদিনে, ১৪ জুন যুক্তরাষ্ট্রে সামরিক কুচকাওয়াজ

ঢাকা, ৪, মে ২০২৫ (বাসস) : হোয়াইট হাউস নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৪ জুন একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে—যে দিনটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনও বটে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ওইদিন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে একটি ‘দিনব্যাপী উৎসব’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র। এতে অংশ নেবে ৬,৬০০ সেনাসদস্য, ১৫০টি সামরিক যান এবং ৫০টি বিমান।

ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালে সামরিক কুচকাওয়াজের প্রস্তাব দেন, তবে তখন প্রস্তাবিত ব্যয় ৯০ মিলিয়ন ডলার (প্রায় ৭১ মিলিয়ন পাউন্ড) হওয়ায় পরিকল্পনাটি বাতিল করে দেন তিনি।

শুক্রবার এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ‘ভেটেরানস ডে’—যা যুক্তরাজ্যে ‘রিমেমব্র্যান্স ডে’ নামে পরিচিত—এর নাম পরিবর্তন করে প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অবদান উদযাপনে ‘ভিক্টরি ডে ফর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান’ রাখা হবে।

সেনাবাহিনী জানিয়েছে, কুচকাওয়াজের পরিকল্পনা ‘সক্রিয়ভাবে চলমান’ এবং এটি আরও বড় পরিসরে আয়োজনের জন্য তাঁরা কাজ করছে—যাতে আরও সামরিক প্রদর্শনী, সরঞ্জামের প্রদর্শন এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি পায়। উল্লেখ্য, ট্রাম্প ওই দিন ৭৯ বছরে পা দেবেন।

তিনি প্রথম ২০১৮ সালে ভেটেরানস ডে-তে একটি সামরিক কুচকাওয়াজের প্রস্তাব দিয়েছিলেন। প্যারিস সফরের সময় বাসটিল দিবসের কুচকাওয়াজ দেখে অনুপ্রাণিত হয়ে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রকেও ফ্রান্সকে ছাড়িয়ে যেতে হবে। তবে স্থানীয় রাজনীতিকরা এর জন্য ‘অত্যন্ত উচ্চমূল্য’ দাবি করায় পরিকল্পনাটি বাতিল করা হয়।

এদিকে ভেটেরানস ডে-র নাম পরিবর্তনের পাশাপাশি ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান দিবস ৮ মে-কে ‘ভিক্টরি ডে ফর ওয়ার্ল্ড ওয়ার টু’ নামে পালনের আহ্বান জানান।

তবে এই ঘোষণার সঙ্গে কোনো নির্বাহী আদেশ জারি করা হয়নি, এবং ৮ মে-কে ফেডারেল ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কিনা, তা স্পষ্ট নয়। কারণ, ফেডারেল ছুটি ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে।

উল্লেখ্য, ৮ মে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে এবং ১১ নভেম্বর ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

ট্রাম্প এক রাতের পোস্টে লেখেন, 'আমাদের অনেক মিত্র ও বন্ধু ৮ মে দিনটিকে ‘ভিক্টরি ডে’ হিসেবে পালন করছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় নিশ্চিত করতে আমরাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছি।'

তিনি আরও বলেন, 'আমরাই উভয় যুদ্ধ জিতেছি—আমাদের শক্তি, সাহস ও সামরিক দক্ষতার কাছাকাছিও কেউ ছিল না। অথচ আমরা কিছুই উদযাপন করি না। কারণ, আমাদের আর এমন নেতাই নেই যারা তা করতে জানে! তাই আমরা আমাদের বিজয়গুলো আবার উদ্যাপন শুরু করব!'

তবে পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্স-এ (সাবেক টুইটার) লিখেন, 'আমরা সবসময়ই ভেটেরানস ডে-কে সম্মান জানাব, এবং আমাদের উচিৎ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি দিনকে ‘ভিক্টরি ডে’ হিসেবে পালন করা।'

এ বছর যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে ৮ মে-কে ঘিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উদ্যাপন হচ্ছে। এই দিনে বার্লিন পতনের পর জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে ইউরোপে যুদ্ধ শেষ হয়েছিল।

রাশিয়ায় এই দিনটিকে ‘গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার’-এর সমাপ্তি হিসেবে দেখা হয় এবং এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দিবস হিসেবে বিপুল সামরিক কুচকাওয়াজের মাধ্যমে উদ্যাপন করা হয়।

তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ২ কোটি ৭০ লাখ সোভিয়েত নাগরিক নিহত হন। যুদ্ধ শুরু হয়েছিল ১৯৩৯ সালে, যখন জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন যৌথভাবে পোল্যান্ডে আক্রমণ চালায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার্ল্ড ওয়ার টু মিউজিয়াম অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ৪১৮,৫০০ নাগরিক নিহত হন, যাদের মধ্যে প্রায় ৪১৬,০০০ জনই সামরিক বাহিনীর সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ৮ মে-কে ‘ভিই ডে’  হিসেবে আনুষ্ঠানিকভাবে পালন করে না, কারণ ইউরোপে যুদ্ধ শেষ হলেও জাপানের বিরুদ্ধে যুদ্ধ তখনো চলমান ছিল।

‘ভেটেরানস ডে’ যুক্তরাষ্ট্রে আগে ‘আর্মিস্টিস ডে’ নামে পালিত হতো, যা ১১ নভেম্বর ১৯১৮ সালে ইউরোপে যুদ্ধ শেষ হওয়ার স্মরণে শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোরিয়া যুদ্ধের পর এটি পরিবর্তিত হয়ে যুক্তরাষ্ট্রের সব সাবেক ও বর্তমান সেনাসদস্যদের সম্মান জানাতে ‘ভেটেরানস ডে’ নামে পালিত হতে থাকে। 

অন্যদিকে ‘মেমোরিয়াল ডে’, যা মে মাসের শেষ সোমবার পালন করা হয়, তা যুদ্ধে নিহত মার্কিন নাগরিকদের স্মরণে উৎসর্গ করা।